স্টাফ রিপোর্টার ॥ করোনা উপসর্গ নিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ললিতা রাণী (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি বানিয়াচং উপজেলার ধানকুড়া গ্রামের বিশেষ্য সরকারের স্ত্রী। সোমবার সকালে করোনা উপসর্গ জ¦র, সর্দি, কাশি নিয়ে ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। জানা যায়, গত এক সপ্তাহ ধরে ওই নারী করোনা উপসর্গে ভুগছিলেন। হাসপাতালের অন্য রোগীদের অভিযোগ হাসপাতালে নিরাপত্তার অভাবে অনেক করোনা রোগী ওয়ার্ড থেকে বাহিরে ঘুরাফেরা করেন। এতে করে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সদর হাসপাতালের আরএমও ডা. শামীম আরা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com