স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে মাদ্রাসাছাত্রী প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে ওই ছাত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ছাত্রী জানান, একই গ্রামের তানভীর (২০) এর সাথে তার প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ সম্পর্কের কারণে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে আনন্দ ভ্রমনে যেতো। গত রবিবার রাতে তানভীর তাকে ফোন করে নিজের ঘরে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেয়। সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় কতিপয় ব্যক্তি বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। অবশেষে গতকাল সকাল ১০টায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই কিশোরী স্থানীয় মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী। বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com