ডি এইচ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহযোগিতা করা হয়। লাখাই উপজেলার করাব ইউনিয়নের ফুলতৈল গোদারাঘাট এলাকায় গতকাল শওকতুল জুনুন চৌধুরীর সভাপতিত্বে এবং লুৎফুর রহমান চৌধুরী রিয়াদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল, স্কুল শিক্ষক এ কে এম সেলিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিনহাজুর রহমান চৌধুরী শাওন, হাসান রনি, মনসুর আহমেদ খান ফাগুন, সাইফুল ইসলাম, নাঈমুর রহমান, এরশাদুজ্জামান রিকাশ, আবির আহমেদ রাজ প্রমুখ। প্রধান অতিথি বলেন, ডি এইচ ফাউন্ডেশন আজকে একটি মহত কাজ করেছেন, সরকারের পাশাপাশি এভাবে প্রতিটি সংগঠন এবং ভাল অবস্থানে যারা আছেন তাদের সবাই অসহায় এবং মধ্যবিত্ত পরিবারের পাশে এগিয়ে আসা উচিত। করোনা কালীন সময়ে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com