স্টাফ রিপোর্টার ॥ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু’র রুহের মাগফেরাত কামনায় হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আছর শহরের চাঁনমিয়া মসজিদ প্রাঙ্গণে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুল হক শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম ইসলাম তরফদার তনু, অ্যাডভোকেট এনামুল হক সেলিম ও অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, এমজি মোহিত, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বজলুর রহমান, জেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, বিএনপি নেতা অ্যাডভোকেট আফজাল হোসেন, নুরুল ইসলাম নানু, এস এম আউয়াল, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সৈয়দ সোহেল, শাহ সালাউদ্দিন টিটু, আলমপনা চৌধুরী মাসুদ, লিটন আহমেদ, আবুল খায়ের অপু, আরিফ হোসেন, শাহ আঙ্গুর আলী, সৈয়দ রুহেব হোসেন, শাহ আজিজুর রহিম, জাহাঙ্গীর, সোহেল আহমেদ, জুসেফ বখত চৌধুরী, রাফেল আহমেদ, এম এ নওশাদ, কামরুজ্জামান মিলন, আব্দুস সামাদ দুলাল, রমিজ মিয়া, শেখ কাওছার আহমেদ, মিয়া মোঃ লায়েস, সোহেল মিয়া, জামাল উদ্দিন শামীম, অলিউর রহমান অলি, বাবুল আহমেদ বাবু, আব্দুর রব আপন, ইসমাঈল মিয়া প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com