স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার নাঈম মেশিনারী ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ব্যবসা প্রতিষ্ঠানের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে প্রায় আড়াই লাখ টাকার মেশিনারীজ মালামাল নিয়ে যায়। ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মার্চেন্ট এসোসিয়েশনের কার্যকরী সদস্য মুহিবুর রহমান চৌধুরী টিপু জানান, গত সোমবার রাতে তার ব্যবসা প্রতিষ্ঠানের পেছনের দোকানটি বন্ধ করে তিনি বাসায় চলে যান। সকালে দোকান খুলে দেখতে পান তার দোকানের দরজা ভাঙ্গা। ভেতরে উল্লেখিত পরিমাণের মালামাল নেই। বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করে। সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com