চুনারুঘাট প্রতিনিধি :চুনারুঘাট প্রবাসী সুন্নি সংগঠন গত ১ লা মে প্রতিষ্ঠিত হয়ে আজ ১১৫ টি পরিবারে ঈদ উপহার প্রদান করে।প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায় আমরা এভাবেই মানবতার সেবায় এগিয়ে যেতে চাই। গতকাল শুক্রবার বিকালে স্থানীয় চুনারুঘাট সদর আল মদিনা মার্কেটের ৩য় তলায় এ ঈদ সামগ্রী বিতরন অনুষ্টান পুর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুন্নী সংগঠনের প্রতিষ্টার সুচনাকরক সাংবাদিক এস এম সুলতান খান। প্রতিষ্টাতা পরিচালক সুমন মাহমুদ ও হাফিজ আহমদের পরিচালনায় অনুষ্টিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসিবে উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ কামরুল ইসলাম ,সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন,যুগ্ন সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, চুনারুঘাট উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি এডভোকেট নাজমুল ইসলাম বকুল সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল কাইয়ুম তরফদার । এছাড়াও সেচ্ছাসেবক ভাইদের মধ্যে ছিলেন ইসলামী ছাত্রসেনা উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন,ছাত্রনেতা রহমত আলী,আব্দুল আওয়াল সুমন,হাফেজ নোমান আহমদ,সোহাগ খান,হাফেজ স্বপনসহ আরো অনেকেই। ঈদ উপহার বিতরণের সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের পরিচালক সুমন মাহমুদ, মুক্তার হোসেন,আজিজ ইকবাল ,আলহাজ্ব হাফিজ তালুকদার । প্রবাসীদের আর্থিক সহযোগিতায় প্রথম পর্যায়ে ১১৫ জন আসহায় ও হতদরিদ্র লোকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়। পরে প্রবাসীসহ দেশ বাসীর জন্য দোয়া কামনা করে মোনাজাত করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com