স্টাফ রিপোর্টার॥ অবশেষে সরকার ও প্রবাসীদের উদ্যোগে সম্পন্ন হয়েছে ফ্রান্সে মারা যাওয়া বাহুবলের প্রিয়মুখ ইফতেখার আহমেদ দোলন এর লাশ। এর আগে সেখানকার নাগরিকত্ব না থাকায় লাশ দাফনে সৃষ্টি হয় জটিলতা। তার স্ত্রী ও ৯ বছরের সন্তান হয়ে পড়েন হতবিহবল।
দুলনের পারিবারিক সূত্রে জানা যায়, ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস এর রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেইন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব শোয়াইব আহমেদ খান এর উদ্যোগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইফতেখার আহমেদ (দোলন) এর দাফন কার্যের সকল আনুষাঙ্গিক ব্যয়ভার বহন করে। দুলনের পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রবাসীদের কল্যানে নিরন্তর কাজ করে যাওয়ার জন্য ধন্যবাদ জানান।
হবিগঞ্জের বাহুবল উপজেলার সন্তন ইফতেখার আহমেদ দোলন গত ৮ মে ফ্রান্সের প্যারিসের একটি হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ফ্রান্সে নাগরিক্ব পাওয়ার জন্য আবেদন করেছিলেন।
ইফতেখার আহমেদ দুলনের দাফনের সার্বিক তত্বাবধানে যারা জড়িত ছিলেন তাদের সকলের প্রতি মরহুমের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী শারমিন শাম্মী এবং মরহুমের আত্মীয় আমেরিকা প্রবাসী মোখলেছুর রহমান, জাকির হোসেন, মাজহারুল রিপন এবং আয়ারল্যান্ড প্রবাসী সাগর আহমেদ শামিম সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন এটি.এম রেজা, সাখাওয়াত হোসেন লিটন এবং নাসির উদ্দীন সুমন এর প্রতি। দাফনে সহযোগিতার জন্য আব্দুল আজিজ, আবু তাহের, কাওসার সোহাগ, আল আমিন এবং মুজিবুর রহমানকে ধন্যবাদ জানান তারা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com