চুনারুঘাট প্রতিনিধি ॥ ‘সম্প্রীতি ঐক্য সেবা’ এই স্লোগানকে সামনে রেখে চুনারুঘাট প্রবাসী গ্রুপের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে গণসচেতনতামূলক কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার দেওরগাছ আমতলী আদর্শ বাজার সংলগ্ন গাউছিয়া সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা ও আ’লা হযরত একাডেমিতে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে দোয়া মাহফিলের আয়োজন করে চুনারুঘাট প্রবাসী গ্রুপ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- আমতলী বাজারের ডাক্তার তাজুল ইসলাম, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বসির আহমেদ, দেওরগাছ সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওঃ মোঃ নাজমুুল হোসেন, চুনারুঘাট প্রবাসী গ্রুপের যুগ্ম আহবায়ক মীর রাজীব, দাতা সদস্য আবুল খায়ের, দুবাই প্রবাসী মোঃ মহশিন আহমেদ, বাঙালি বিলাল ফ্যাশনের স্বত্ত্বাধিকারী বিলাল আহমেদ, আমতলী বাজারের তারা মিয়া, শফিক মিয়া, সবুজ মিয়া, উজ্জল মিয়া, ছাত্রলীগ নেতা নিজাম উদ্দিন, স্বেচ্ছাসেবক মীর শুভ, আল আমিন ও মীর সজিব প্রমূখ। দোয়া পরিচালনা করেন মাওঃ হাফেজ মোঃ রুকুন উদ্দিন।
উল্লেখ্য, সারা বিশ্বে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অনেকেই মৃত্যুবরণ করেছেন। ইতিমধ্যে বাংলাদেশেও এ রোগের বেশ কয়েকজনকে সনাক্ত করা হয়েছে। তাই এই রোগ থেকে বাঁচতে শিক্ষার্থীদের নিয়ে গণসচেতনমূলক কর্মসূচির পদক্ষেপ গ্রহণ করে চুনারুঘাট প্রবাসী গ্রুপ। এছাড়াও প্রবাসী গ্রুপ বিভিন্ন অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছে। প্রবাসী গ্রুপের উদ্যোগে বিভিন্ন জায়গায় পর্যায়ক্রমে মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।