মোঃ আলাউদ্দিন আল রনি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের কিবরিয়াবাদ এলাকা থেকে বৃহস্পতিবার রাতে আউয়াল মিয়া (২০) নামে এক টমটম চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের মৃত হারিছ মিয়া ওরফে ডেঙ্গু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়- টমটম চালক আব্দুল আউয়াল বুধবার বাড়ি থেকে টমটম নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার সকালে তার পরিবারের লোকজন থানায় জিডি করেন। সন্ধ্যায় সুরমা চা বাগান কর্তৃপক্ষ সুরমা চা বাগানের কিবরিয়াবাদ এলাকায় একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে সহকারি পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মোঃ নাজিম উদ্দিন ও থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অফিসার ইনচার্জ জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হবে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com