চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত কয়েকদিন ধরেই সর্দি, কাশি ও জ্বরের রোগী বেড়েছে। গড়ে প্রতিদিন ৭০ থেকে ৮০ জন রোগী হাসপাতালে আসছে বলে হাসাপাতাল সূত্র জানায়। তাদের মধ্যে বেশিরভাগই শিশু ও বয়স্ক রোগী। করোনা ভাইরাস আতঙ্কে সাধারণ জ্বর কিংবা সর্দি কাশি হলেই লোকজন হাসপাতালে ভিড় করছেন। তাদেরকে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন হাসপাতালের ডাক্তারগণ। জানা গেছে, প্রায় এক মাস ধরেই এ অবস্থা চলে আসছে। তবে ডাক্তাররা এটিকে সাধারণত সিজনাল সর্দি জ্বর বলছেন। তারা বলছেন, এসব রোগীর সাথে করোনা ভাইরাসের কোন সম্পর্ক নেই। তবে তাদের মধ্যে আতংক আছে বলে তারা জানান।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হোসেন জানান, সাধারণ সর্দি জ্বর ও কাশি রোগী গত একমাস ধরেই হাসপাতালে বেড়েছে। গড়ে প্রতিদিন ৭০ থেকে ৮০ জন জ্বরের রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও তিনি জানান। বর্তমানেও হাসপাতালে শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছে। তিনি বলেন, করোনার ভয়ে কাউকে হাসপাতাল থেকে তাড়ানো কিংবা রেফার করা হচ্ছে না। শুধুই যাদের বেশি সমস্যা তাদেরকে জেলা সদরে পাঠানো হচ্ছে।