সংবাদদাতা ॥ দরিদ্র গ্রামবাসী ও শিক্ষার্থীদের বিশুদ্ধ খাবার পানির অভাব পুরণ করতে ৫টি টিউবওয়েল স্থাপন করেছে যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ প্লাস ইউকে। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার অমৃতা গ্রামে ২টি, নবীগঞ্জ উপজেলার বড়গাঁও গ্রামের গাজীর মোকাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১টি, আলীপুর গ্রামে ১টি ও সুনামগঞ্জ জেলার দারা বাজারে ১টি টিউবওয়েল স্থাপন করা হয়। টিউবওয়েলগুলো স্থাপনে তত্ত্বাবধানের ভূমিকা পালন করে লাইফ প্লাস ইনস্টিটিউট ফর সোশাল এডভান্সম্যান্ট, লিসা নামের স্বেচ্ছাসেবী সংগঠন। অমৃতা গ্রামের সাদিকা জানান, তাদের বসত ভিটার পার্শ্ববর্তী কোন স্থানে টিউবওয়েল না থাকায় বিশুদ্ধ পানির খুবই সংকট ছিল। অনেক কষ্ট করে খাবার পানি সংগ্রহ করতে হতো। লাইফ প্লাসের উদ্যোগে টিউবওয়েল স্থাপন করায় তাদের বিশুদ্ধ পানি অভাব পূরণ হয়েছে বলে জানান তিনি।