স্টাফ রিপোর্টার ॥ ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বানিয়াচঙ্গে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২০ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে এক বর্ণাঢ্য র‌্যালী বানিয়াচং উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফায়ার সার্ভিসের বানিয়াচং ইউনিট উপজেলা মাঠে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে শিক্ষামূলক একটি মহড়ার পর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সভার শুরুতেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিগত ১০ বছরের অর্জিত সফল কার্যক্রম বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প, ভবিষ্যত পরিকল্পনা, ভালো অনুশীলন সম্পর্কিত তালিকা উত্তাপন করেন আলোচনা সভার সভাপতি ইউএনও মোঃ মামুন খন্দকার। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি আলহাজ¦ অ্যাডভোকেট আব্দুল মজিদ খাঁন। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) মতিউর রহমান খান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ, মাওলানা হাবিবুর রহমান, বানিয়াচং রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী জীবন আহমদ লিটন, এস এ সালাম, রিয়াজুল হোসেন প্রমূখ। সভা শেষে দুর্যোগ বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খাঁন বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ যে কোন দুর্যোগে ধৈর্য্য হারাবেন না। বর্তমান সরকার খুবই আন্তরিকতার সাথে যেকোন দুর্যোগ মোকাবেলা করে যাচ্ছে। সরকারের সাথে আমিও আপনাদের পাশে আছি ,থাকব ইনশাআল্লাহ। বানিয়াচঙ্গে বজ্র নিরোধক যন্ত্র স্থাপনে উপস্থিত এনজিও কর্মকর্তাদের প্রতি আহবান জানান তিনি।