স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে জাল পরচা তৈরি করে এক গৃহবধূর কাছে সরকারি জমি বিক্রি করে দিয়েছে প্রতারক চক্র। শুধু তাই নয়, ওই মহিলাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রতারকরা। নিরুপায় হয়ে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার চরনুর আহমদ এলাকার মৌসুমি আক্তার বাদী হয়ে বহু অপকর্মের হোতা ও জালিয়াত চক্রের সদস্য দুই প্রতারকের বিরুদ্ধে হবিগঞ্জ কোর্টে মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণ ও গৃহবধূ সূত্রে জানা যায়, একই এলাকার ও দাউদনগর বাজারের নুর ম্যানসনের স্বত্ত্বাধিকারী মৃত হাজী আব্দুন নুরের পুত্র জুনায়েদ আহমেদ (৩০) ও তার ভাই আব্দুল জলিল (৩৫) সরকারের অধিগ্রহণকৃত জমির জাল পরচা সৃষ্টি করে অন্যত্র বিক্রি করে দেন এবং ওই টাকা দিয়ে প্রতারকদের পিতার কুলখানি করে। এ বিষয় নিয়ে এলাকায় সমালোচনার ঝড় উঠে। মৌসুমি আক্তার আরো জানান, তারা আমাকে ও আমার পারিবারের অন্যান্যদেরকে হত্যার হুমকি দিয়েচ্ছ। ২৪ ফেব্রুয়ারি সকাল অনুমান সাড়ে ৯টায় বাদীনি শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী থেকে বাসায় ফেরার পথে আসামীরা অস্ত্রঅস্ত্র নিয়ে তার উপর আক্রমণ করে। এসময় তার শোরচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তাকে রক্ষা করে এবং আক্রমণকারীরা পালিয়ে যায়। এসব বিষয় নিয়ে গত ১ মার্চ হবিগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট-১ আদালতে ১৮৫/২০ মামলা দায়ের করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে আসামীগণকে ৬ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। বাদীনি আরো অভিযোগ করেন মামলার খবর পেয়ে আসামীরা তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং তাকে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।