নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জে খোয়াই নদীর পাড়ে ওরস বসিয়ে গাঁজা সেবনের অভিযোগে ৪ জনকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ওরসে এ অভিযান চালানো হয়। এসময় গাঁজা সেবন অবস্থায় ৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে আটককৃত আইছ মিয়াকে ৩ মাসের কারাদন্ড, সবুজ মিয়াকে ৩ মাসের কারাদন্ড ও ৫শ’ টাকা অর্থদন্ড এবং মো. হাসান ও মোস্তফা মিয়াকে ৩ মাসের কারাদন্ড ও ১শ’ টাকা অর্থদন্ড করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান। হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশক্রমে মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। এছাড়া ওরসের নামে কেউ মাদক সেবন ও অশ্লীলতা করলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।