স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে স্ত্রীর যৌতুক মামলায় স্বামী জিয়াউর রহমানকে (৩০) জেল-জরিমানা প্রদান করেছেন নারী ও নির্যাতন দমন আদালতের বিচারক আব্দুল হালিম চৌধুরী। সোমবার দুপুরে বিজ্ঞ বিচারক আসামীকে ৩ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত জিয়াউর রহমান মাধবপুর উপজেলার যাদবপুর গ্রামের আব্দুস শহীদের পুত্র। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট মোঃ মোস্তফা মিয়া।
ওই আদালতের পেশকার মোঃ ফজলু মিয়া জানান, ৫ বছর আগে নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের আবুল কালামের কন্যা অনুফা আক্তারকে বিয়ে করে জিয়াউর রহমান। বিয়ের পর জিয়াউর রহমান অনুফাকে ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে মারপিট করে পিত্রালয়ে তাড়িয়ে দেয়। এ ঘটনায় অনুফা বাদী হয়ে আদালতে মামলা করলে সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে বিচারক উপরোক্ত রায় প্রদান করেন। রায় ঘোষণাকালে আসামী পলাতক ছিল।