চুনারুঘাট প্রতিনিধি ॥ ‘প্রথম সেবা হউক শেকড়ে’ এই শ্লোগানকে সামনে রেখে চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের শেকড় সামাজিক সংগঠনের কমিটি গঠন অনুমোদন প্রদান করা হয়েছে। গতকাল বুধবার শেকড় সামাজিক সংগঠন চুনারুঘাট শাখার সভাপতি নুরুজ্জামান তরফদার স্বপন ও সাধারণ সম্পাদক রুহেল তালুকদার এর স্বাক্ষরিত এক পত্রে উক্ত কমিটি অনুমোদন প্রদান করেন। কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন-সংগঠনের চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি নুরুজ্জামান তরফদার স্বপন, সাধারণ সম্পাদক রুহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক সি আর সুমন, কোষাধ্যক্ষ শাহ পলাশ আহমেদ, সদস্য তানভীর আহমেদ, শাহ আলম, জিমন তরফদার প্রমূখ। সভায় সর্বস্মতিক্রমে সভাপতি পদে আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (শাহ আলম) নির্বাচিত হন। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- আব্দুল কাইয়ূম সরদার ও জামান মিয়া সহ-সভাপতি, মোঃ হোসেন মিয়া রুবেল সহ-সাধারণ সম্পাদক, মোঃ আব্দুর রহমান আল আমীন সাংগঠনিক সম্পাদক, আরিফুল ইসলাম রাজিন ও মীর মোঃ রাসেল সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ আতাউর রহমান কোষাধ্যক্ষ, মো: রাসেল সমাজ কল্যাণ সম্পাদক, মোঃ আল আমীন দপ্তর সম্পাদক, রায়হান উদ্দিন প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ শাহ আলম আইন বিষয়ক সম্পাদক, শাহ রাসেল সাংস্কৃতিক সম্পাদক। এছাড়া আল আমীন আহমেদ রাজ, হারেছ তালুকদার, মনির হোসেন, মহিতুর রহমান, তুহিন মিয়া, মোঃ সফিক মিয়া ও সাগর মিয়াকে কার্যনির্বাহী সদস্য করে আগামী ২ বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট শেকড় সামাজিক সংগঠন শানখলা ইউনিয়নের কমিটি অনুমোদন করা হয়।
উল্লেখ্য, শেকড় সামাজিক সংগঠন ইতোমধ্যে চুনারুঘাট উপজেলায় ৭ লক্ষ টাকার অধিক আর্থিক অনুদান প্রদান করেছে। এছাড়া প্রতি পবিত্র ঈদ ও রমজান মাসে দরিদ্রদের মধ্যে শাড়ি-লুঙ্গিসহ বিভিন্ন ধরণের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।