স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও ভূমি অফিসে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারিদের পদ-পদবী পরিবর্তন ও বেতনগ্রেড উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি পালন করছে মাধবপুর উপজেলা নির্বাহী অফিস ও ভূমি অফিসে কর্মরত কর্মচারিরা। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটির ডাকে সারা দেশে ২০ ও ২১ জানুয়ারি থেকে কর্মবিরতি শুরু হয়। ২য় ধাপে ২৫ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি শুরু হয়েছে, তা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। জেলা কালেক্টরেট সহকারী সমিতির সদস্য সফিকুল আলম মোল্লা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ২৫ তারিখ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছি। দাবি মেনে না নেয়া পর্যন্ত আমাদের বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে। মঙ্গলবার সকাল থেকে উপজেলা পরিষদের সামনে কর্মবিরতি শুরু হয়েছে। তা চলবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com