স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ২০১৮ সালের প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করে চুড়ান্ত নিয়োগে প্যানেলের চাকুরী প্রত্যাশীরা মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের প্রধান রাস্তায় হবিগঞ্জ জেলা প্যানেল বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্যানেল বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে এবং মোঃ ইকবাল খন্দকারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ মুস্তাকিম মাহমুদ, মনির হোসেন, সাইফুল ইসলাম আজাদ, সুশান্ত হাজরা, মরিয়ম বেগম, শারমিন আক্তার, শিমুল আক্তার, ইমন তরফদার, আব্দুর রশিদসহ নিয়োগ বঞ্চিত চাকুরী প্রার্থীরা। তারা বলেন- ২০১০, ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে প্যানেল গঠন করে শিক্ষক নিয়োগ করার নজির থাকলেও ২০১৮ সালে নিয়োগে প্যানেল গঠনের জন্য এখন পর্যন্ত কর্তৃপক্ষ কার্যকরি কোন পদক্ষেপ গ্রহন করেননি। তারা দ্রুত প্যানেল গঠন করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহনকারী সবাইকে নিয়োগ প্রদানের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহনের হুশিয়ারি উচ্চারণ করেন। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।