মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ মাতিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ক্লোজআপ ওয়ান-১২ এর সেরা তারকা সুলতানা ইয়াসমিন লায়লা ও ফোক গানের যুবরাজ খ্যাত জনপ্রিয় শিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক। রবিবার রাতে নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজারো দর্শককে সুরের মূর্ছনায় বিমোহিত করেন তারা।
নাটোরের মেয়ে লায়লা নেট দুনিয়ায় ভাইরাল হওয়া গান ময়মনসিংহ গীতিকার ‘সখি গো আমার মন ভালো না’, রাধারমণ দত্তের ‘কলঙ্কীনি রাধা’, আব্দুল করিমের ‘বন্ধু দয়াময়’ নবীগঞ্জের গীতিকার প্রবাসী কুতুব আফতাবের লেখা গান ‘বন্ধুর দেওয়ানা’, এছাড়াও ‘আকাশের যত তারা’, ‘কি সুন্দর এক গানের পাখি’ সহ বেশ কয়েকটি গান পরিবেশন করে মাতিয়ে তুলেন দর্শকদের। সব শেষে লায়লা ‘মা’ জননীকে নিয়ে একটি গান পরিবেশেন করেন।
পরে গান পরিবেশন করেন হবিগঞ্জের কৃতি সন্তান বাউল জগতের পরিচিত মুখ ফোক গানের শিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক। আব্দুল করিমের ‘হেলায় হেলায় কার্য নষ্ট’, ‘মাটির পিঞ্জিরায় সোনাময়না’, জীবন দেওয়ানের ‘ভালোবাসার ময়না পাখি এখন জানি কার’ ‘চুমকি চলেছে একা পথে’ ‘নিজামউদ্দিন আওলিয়া’ সহ বেশ কয়েকটি গান গেয়ে সংগীত পিপাসু দর্শকদের মন কেড়ে নিতে সক্ষম হন। এদিকে জনপ্রিয় শিল্পী লায়লা ও আশিক ইতোমধ্যে দেশ বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। প্রায়ই বিভিন্ন টিভি চ্যানেলে তাদেরকে সংগীত পরিবেশন করতে দেখা যায়। তারা সঙ্গীত পরিবেশন করেন দেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও।
দিনারপুর কলেজ কর্তৃপক্ষ আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই আনন্দ নিকেতনের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন। শেষে নোঙর ব্যান্ডের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। দর্শক-শ্রোতাসহ যারা অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন আয়োজক কমিটি।