হবিগঞ্জ শহরের কোর্টস্টেশন রোড পৌর বাস টার্মিনাল ও বিসিক শিল্পনগরীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বিসিক শিল্পনগরীতে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ২টি বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভ্রাম্যমান আদালত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের দায়ে কাঁশফুল ও হীরা বিস্কুটের বেকারীকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা। তিনি বলেন- জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশে জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
অপরদিকে, হবিগঞ্জ শহরের কোর্টস্টেশন রোড ও পৌর বাস টার্মিনাল এলাকায় মূল্য তালিকা না থাকাসহ মেয়দ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের সহকারি পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে হবিগঞ্জ শহরের কোর্টস্টেশন রোড ও পৌর বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাজদ্বীপ মিষ্টান্ন ভান্ডারকে মূল্য তালিকা না টাঙ্গানো এবং মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে পাল মেডিকেল হলকে ৫ হাজার টাকা এবং পৌর বাস টার্মিনালের অনন্যা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। এ তথ্য নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা।