হবিগঞ্জের মুখ রিপোর্ট ॥ বাংলাদেশীদের জন্য দ্রুত শ্রমবাজার খুলতে আগ্রহী মালয়েশিয়া। দেশটির মানবসম্পদ বিষয়ক মন্ত্রী এম কুলাসেগেরান এ তথ্য জানান। তিনি বলেন, আমাদের অর্থনীতির আকার বাড়ছে। ফলে মালয়েশিয়া এই মুহূর্তে কর্মী সংকটে রয়েছে। এ অবস্থায় আরও কর্মী দরকার। এর চেয়ে বড় বিষয় আমরা শ্রমবাজারের পরিধি বাড়িয়েছি। আমরা গৃহকর্মী নিতে চাই। আশা করি দ্রুত আমরা সব বিষয় ঠিক করতে পারবো। রবিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী ইমরান আহমদের সাথে মালয়েশীয় মন্ত্রীর বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
কুলাসেগেরান বলেন, আমরা বাংলাদেশ থেকে কর্মী নিতে চাই। এ জন্য আমি বাংলাদেশে এসেছি। শ্রমবাজার চালু সংক্রান্ত কিছু বিষয়ে একমত হয়েছি। এর মধ্যে ২৬ ফেব্রুয়ারি জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং আছে। আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তারা কয়েকটি বিষয় ফাইনালাইজড করতে মিটিংয়ে যোগ দেবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য শ্রমবাজারটি শিগগিরিই চালু হবে। আসন্ন বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হবে তা মালয়েশিয়ার মন্ত্রীপরিষদে উত্থাপন করা হবে। মন্ত্রীপরিষদে এটি পাস হলেই কেবল শ্রমবাজারটি উন্মুক্ত হবে। মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশি কর্মীদের নিয়ে এক প্রশ্নের উত্তরে এম কুলাসেগারান বলেন, এটা আমার দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদারকি করছে। এ বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন।