স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা রবিবার সকাল ১০টায় হাসপাতাল কমপ্লেক্স’র সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহপরান’র পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি আব্দুল মজিদ খানকে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান এবং হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচঙ্গ উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচঙ্গ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য গোলাম কিবরিয়া লিলু, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য এস এম খোকন, ইউপি চেয়ারম্যান ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য রেহাছ মিয়া, মোঃ মোত্তাকিন বিশ^াস, বাবুল চন্দ্র দেব, কিশোর মিত্র, কাজল চ্যাটার্জি প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এমটি ইপিআই জোবায়ের আহমদ ও গীতা পাঠ করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্লুটো চক্রবর্তী। সভায় হাসপাতালে ইসিজি সার্ভিস চালু ও সীমিত আকারে নিজস্ব ব্যবস্থাপনায় ল্যাবরেটরী সার্ভিস চালু করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া বানিয়াচঙ্গ ৫/৬নং বাজারে অবস্থিত বানিয়াচঙ্গ উপস্বাস্থ্য কেন্দ্রের বাউন্ডারিসহ সোলার স্ট্রিট লাইট স্থাপনের সিদ্ধান্ত হয়।