বানিয়াচঙ্গে মডেল মসজিদ ও শিল্পকলা একাডেমী ভবনের নির্ধারিত ভূমি পরিদর্শন

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলায় মডেল মসজিদ নির্মাণের জন্য উপজেলা পরিষদ সংলগ্ন নির্ধারিত জমি পরিদর্শন করেছেন এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। রবিবার দুপুর ১২টায় মডেল মসজিদের নির্ধারিত জমি পরিদর্শনকালে এমপির সাথে ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, বানিয়াচঙ্গ উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলার উপ-পরিচালক শাহ মোঃ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খন্দকার, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন ও হাসিনা বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আমীর হোসেন মাস্টার, ইমাম সমিতির সভাপতি মুফতি কাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল প্রমূখ।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে সারাদেশে মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মসজিদ কাম ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভবন হবে তিনতলা বিশিষ্ট। এর মধ্যে থাকবে ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব অফিস। ভবনে থাকবে ৮টি বিভাগ। মহিলাদের নামাজের জন্যও আলাদা ব্যবস্থা থাকবে। বানিয়াচঙ্গ উপজেলায় মসজিদ নির্মাণের ভূমি জটিলতায় নির্মাণ কাজ অনেক দিন যাবত আটকে ছিল। সংসদ সদস্যের হস্তক্ষেপ ও প্রশাসনের সহযোগিতায় ভূমি জটিলতা নিরসন হওয়ায় অচিরেই নির্মাণ কাজ শুরু হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন। এছাড়াও গতকাল উপজেলা শিল্পকলা একাডেমীর ভবন নির্মাণের জন্য নির্ধারিত ভূমি পরিদর্শন করেছেন নেতৃবৃন্দ।