স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তগঞ্জ পৌর এলাকার ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমী আক্তার এ অর্থদন্ড করেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের দাউদনগর বাজারে মাংস ব্যবসায়ী রুকন মিয়ার দোকানে মূল্য তালিকা না থাকায় ২ হাজার, প্রেসক্লাব রোডে বিলাল মিয়ার মুদিমালের দোকানে মেয়াদোত্তীর্ণ মাল থাকায় ১ হাজার, একই রোডে একটি মুদিমাল দোকানে ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com