নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় চোরেরা
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ঠাকুরঘরে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার রঘুচৌধুরী পাড়া গ্রামের শান্তনু রায় চৌধুরীর বাড়ির ঠাকুরঘরে বুধবার গভীর রাতে তালাভেঙ্গে নগদ ৫ হাজার টাকা, স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিকেলে সেনপাড়া গ্রামের বেনুলাল চক্রবর্তীর পুত্র প্রণয় চক্রবর্তীকে (২৭) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।
ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com