সংবাদদাতা ॥ শায়েস্তাগঞ্জে দুই দিনব্যাপী শিশু মেলার সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার উজ্জ্বল শীল। বিটিভির জেলা প্রতিনিধি আলমগীর খানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার। বক্তব্য রাখেন বিরামচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারুল আক্তার, পূর্ববড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তা রানী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী প্রমূখ। পরে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিচালকদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com