স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ভূমিহীনদের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চনু মিয়া নামে এক ব্যক্তি গতকাল বৃহস্পতিবার বানিয়াচং থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার ১৪নং মুরাদপুর ইউনিয়নের রায়পুর মৌজায় সরকার কর্তৃক ভূমিহীনদের বসবাসের জন্য প্রায় ১৯ একর জায়গা বরাদ্দ দেওয়া হয়। সেখানে চনু মিয়াসহ বেশ কয়েকজন ভূমিহীন পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। বুধবার দিবাগত রাত প্রায় ৩টায় দুলালপুর গ্রামের হরিপদ দাস, হেবেন্দ্র দাস, সুনাধন দাস সহ একদল লোক ভূমিহীনদের বসতঘরে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে কয়েকটি ঘর পুড়ে যায় এবং ঘরের ভেতরে থাকা মালামাল নষ্ট হয়ে যায়। ওই সময়ে ঘরে নারী-পুরুষ ও শিশু ঘুমিয়ে ছিল। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বানিয়াচং থানার ওসি মিজানুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।