স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার রশিদপুর চা বাগানের একটি গাছ থেকে দিপক রবি দাস নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে শ্রীমঙ্গল উপজেলার মির্জাকুল বহুলা ছড়া গ্রামের অবিরাম রবি দাসের ছেলে। সে শ^শুর বাড়িতে বেড়াতে এসেছিলো। বুধবার রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। পুলিশের প্রাথমিক ধারণা সে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন বাহুবল থানার ওসি আমিনুল ইসলাম।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

