এস কে কাওছার আহমেদ, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক শম্ভু দেবনাথকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
উপজেলার জলসুখা দক্ষিণ আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদানের সময় বিভিন্ন অযুহাতে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠে শিক্ষক শম্ভু দেবনাথের বিরুদ্ধে। ১২ নভেম্বর অভিযুক্ত শিক্ষককে তার বাড়িতে দীর্ঘ ৮ ঘন্টা অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা। খবর পেয়ে বুধবার রাত ৯ টায় জনতার অবরুদ্ধ অবস্থা থেকে শিক্ষককে মুক্ত করে থানায় নিয়ে যায় পুলিশ। ১৩ নভেম্বর নির্যাতিতা ছাত্রীর অভিভাবক ইমদাদুল থানায় শিক্ষক শম্ভু দেবনাথের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। অভিযোগে ভিত্তিতে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জলসুখা দক্ষিণ আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শম্ভু দেব দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষে পাঠদানের সময় বিভিন্ন অযুহাতে ছাত্রীদের শ্লীলতাহানি সহ অসদাচরণ করতেন। চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি করে ভয়ভীতি দেখানো হয়। এক পর্যায়ে ওই ছাত্রী বিষয়টি তার অভিভাবককে জানালে ওই শিক্ষার্থীকে তার অভিভাবক স্কুলে নিয়ে এসে শ্লীলতাহানির বিষয়টি খুলে বলেন। পরে ভূক্তভুগী ছাত্রীরা সবাই মুখ খুলে।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার ও দক্ষিণ আটপাড়া প্রথমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হাসিবুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গতকাল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগের বিষয়ে উর্ধতন কর্মকর্তার কাছে প্রতিবেদন প্রেরণ করা হয়েছে। শিক্ষার্থীর ভয় কাটানোর জন্য শীঘ্রই অভিভাবকদের নিয়ে মিটিং করা হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম জানান, শিক্ষক ছাত্রীদের শ্লীলতাহানির ঘটনা শুনে গতকালই উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়ে যাচাই বাচাই করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে প্রতিবেদন প্রেরণ করেছি।
আজমিরীগঞ্জ থানাও ওসি শফিকুল ইসলাম জানান, শিক্ষককে গতকাল অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে থানায় পুলিশ হেফাজতে রাখা হয়। ভুক্তভুগী ছাত্রীর বাবা শ্লীলতাহানির বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিযুক্ত শিক্ষককে কারাগারে প্রেরণ করা হয়েছে।

