
জিকে গউছের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শায়েস্তাগঞ্জে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গউছের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে সুপার মার্কেটের ব্যবসায়ীরা। মঙ্গলবার বিকেলে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ব্যবসায়ীদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর মোঃ সাইদুর রহমান।
তিনি বলেন, আমরা শায়েস্তাগঞ্জ পৌরসভাস্থ দাউদনগর বাজারের রেলওয়ে সুপার মার্কেট নামে রেলওয়ে থেকে বৈধভাবে লিজ গ্রহণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। কিন্তু সম্প্রতি কতিপয় ব্যক্তি কর্তৃক লীজ বাতিল ও বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদে গত ৪ অক্টোবর আমরা একটি মানববন্ধন করি। যেখানে বক্তাগণ কুচক্রী মহলের কর্মকা- তুলে ধরে এর সুষ্ঠু বিচার ও প্রশাসনিক সহযোগিতা কামনা করেন। কিন্তু পরবর্তীতে দেখা যায় এই মানববন্ধনের বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহারে জন্য একটি কুচক্রীমহল সামাজিক যোগাযোগ মাধ্যমে হবিগঞ্জের মাটি ও মানুষের নেতা হবিগঞ্জ পৌরসভার সাবেক তিন বারের সফল মেয়র বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ মহোদয়কে জড়িয়ে নানা রকম মিথ্যাচার করছে। প্রকৃতপক্ষে জিকে গউছ একজন পরিচ্ছন্ন ও ত্যাগী রাজনীতিবিদ। তিনি রেলওয়ে সুপার মার্কেটের বিষয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করে যাচ্ছেন। তাঁর জনপ্রিয়তায় ইর্শান্বীত হয়ে একটি কুচক্রী মহল তাকে রেলওয়ে সুপার মার্কেটের বিষয়টিতে জড়িয়ে যে মিথ্যাচার করছে তা কেবল নিন্দনীয়ই নয় বরং অকল্পনীয়ও। আমরা রেলওয়ে সুপার মার্কেটের ব্যবসায়ীগণ কুচক্রিমহল কর্তৃক আলহাজ জিকে গউছের বিরুদ্ধে চালানো অপপ্রচার ও মানহানিকর তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, আমরা রেলওয়ে সুপার মার্কেটে ব্যবসায়ীগণ দীর্ঘদিন ধরে রেলওয়ে থেকে বৈধ ভাবে লীজ গ্রহণ করে খাজনা পরিশোধ করে ব্যবসা পরিচালনা করে আসছি। একটি চক্র তাদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের বিরুদ্ধে অপপ্রচার ও মার্কেট ভাঙ্গার ষড়যন্ত্র করে যাচ্ছে। এর সাথে দলীয় কোন সম্পর্ক নেই। কুচক্রী মহলটি নানা ভাবে অপপ্রচার চালিয়ে দলীয় সম্পৃক্ততার বিষয়টি সামনে আনার চেষ্টা করছে। এই বিষয়টি আমরা ইতিমধ্যে দলীয় হাইকমান্ডে অবগত করেছি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহির আহমেদ সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী প্রভাষক নুরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আলম সহ রেলওয়ে সুপার মার্কেটের ব্যবসায়ীবৃন্দ।