নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি ও উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমদ প্রমূখ। এছাড়াও সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের তরুণ নারী সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রুহুল আমিন বলেন, কন্যাশিশুরা আমাদের ভবিষ্যতের আলোকবর্তিকা। তাদের শিক্ষার সুযোগ, নিরাপত্তা ও সঠিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। বর্তমানে কন্যাশিশুরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মেধা ও যোগ্যতার পরিচয় দিচ্ছে। তাদের প্রতি বৈষম্য না করে সুযোগ দিলে তারাই আগামী দিনে নেতৃত্ব দেবে।