
গোপায়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের কর্মীসভায় চৌধুরী নোমান
নিজস্ব প্রতিনিধি ॥ গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন সুদখোর, চাঁদাবাজ, দখলবাজ, মামলাবাজ ও সন্ত্রাসীদের ভোট দেবেন না। যারা দেশের উন্নয়নে কাজ করবেন তাদেরকেই ভোট দেবেন। গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার ৫নং গোপায়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড গণঅধিকার পরিষদের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন-গণঅধিকার পরিষদ দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য কাজ করছে। এই দলের নেতারা বিগত জুলাইয়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যার কারণে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন- গোপায়া ইউনিয়নের সন্তান হিসেবে আসছে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে দলমত নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমাকে ট্রাক মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন।
গোপায়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি ফিরোজ আলীর সভাপতিত্বে ও জামাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সিরাজু ইসলাম, সহ-সভাপতি মানিক মিয়া মেম্বার, সহ-সভাপতি লোকমান হোসেন, হবিগঞ্জ পৌর সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক হৃদয়, জেলা মানবাধিকার সম্পাদক ইঞ্জিনিয়ার আতাউর রাসেল, সদর উপজেলা সভাপতি মাওলানা ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ, জেলা সদস্য বাবুল মিয়া, রফিক মিয়া, গোপায়া ইউনিয়ন সাধারণ সম্পাদক সামছু মিয়া, জেলা ছাত্র অধিকার পরিষদ নেতা জুনাঈদ আলী প্রমূখ। কর্মীসভায় আবিদ আলীকে সভাপতি, বিলাল মিয়াকে সাধারণ সম্পাদক ও কাজল মিয়াকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট ৪নং ওয়ার্ড গণঅধিকার পরিষদের কমিটি গঠন করা হয়।