নবীগঞ্জ প্রতিনিধি || নবীগঞ্জ পৌর এলাকার আক্রমপুর এলাকায় একটি পুকুর থেকে নিখোঁজের ৩ দিন পর আবিদুর রহমান নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। আবিদুর রহমান (৩৫) শহরের পার্শ্ববর্তী আনমনু গ্রামের মৃত মাতাল আলীর ছেলে। এটি স্বাভাবিক না অস্বাভাবিক মৃত্যু এ নিয়ে নানামুখি আলোচনা চলছে। পরিবারের দাবী কেউ পরিকল্পিতভাবে আবিদুরকে হত্যা করে লাশ গুম করার উদ্দ্যেশে ওই পুকুরে ফেলে রেখেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ দিন আগে আবিদুর রহমান ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। বাড়ীর লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। এ ব্যাপারে থানায় কোন জিডিও করা হয়নি। মঙ্গলবার সকালে আক্রমপুর এলাকার নুরুল গণি চৌধুরী সোহেল এর বাড়ির লোকজন তাদের পুকুরে একটি লাশ ভাসমান দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ওসি (তদন্ত) দুলাল মিয়া ও এসআই সাদরুল আমীনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবিদুরের মৃতদেহ উদ্ধার করে। পরে ছুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এসআই সাদরুল আমীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে আবিদুরের মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
নিহতের পরিবারের দাবী, আবিদুর রহমানকে পূর্ব আক্রোশে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং লাশ গুম করতে ওই পুকুরে ফেলে দেয়া হয়েছে। এ ব্যাপারে তারা আইনের সহযোগিতা কামনা করেন।