চুনারুঘাট প্রতিনিধি || হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শারদীয় শুভেচ্ছা নিয়ে চুনারুঘাট উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন, শারদীয় শুভেচ্ছা বিনিময় ও শুভেচ্ছা উপহার প্রদান করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমিনুল ইসলাম। তিনি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার ৩টি ইউনিয়ন ও পৌরসভার ১টি ওয়ার্ডের পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পুজা মণ্ডপগুলো হলো- ৪নং পাইকপাড়া ইউনিয়নের সাতছড়ি চা বাগান, দেউন্দি চা বাগান, লস্করপুর চা বাগান, গিলানী চা বাগান, সাতছড়ি ত্রিপুরা পাড়া পূজা মন্ডপ, ৩নং দেওরগাছ ইউনিয়নের চাঁনপুর চা বাগান, বেগম খান চা বাগান, চান্দপুর বস্তী পূজা মণ্ডপ, ২নং আহম্মদাবাদ ইউনিয়নের আলী রাজাপুর সার্বজনীন পুজা মণ্ডপ, আমু চা বাগান পূজা মণ্ডপ, নালুয়া চা বাগান পূজা মণ্ডপ, ছয়শ্রী পূজা মণ্ডপ ও চুনারুঘাট পৌরসভার বাল্লা রোডের হিন্দু মহাজোট পূজা মণ্ডপ। পূজা মণ্ডপগুলো পরিদর্শন করে খোঁজ খবর নেন এবং সন্তুষ প্রকাশসহ পূজা মণ্ডপে উপস্থিত দূর্গাদেবী ভক্ত হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও শুভেচ্ছা উপহার প্রদান করেন। পূজা মণ্ডপগুলো পরিদর্শনকালে অ্যাডভোকেট আমিনুল ইসলামের সাথে ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান ফিরোজ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কামরুল হাসান শামীম, সহ-প্রচার সম্পাদক জসিম উদ্দীন তালুকদার মামুন, সহ-শ্রম বিষয়ক সম্পাদক দেওয়ান শফিক মিয়া, ৪নং পাইকপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফেজ হাবিবুল আলম, উপিজেলা বিএনপি সদস্য আব্দুল হাই চৌধুরী সগির, আব্দুল মতিন সরদার, সাব্বির আহমেদ তালুকদার, অ্যাডভোকেট মীর তানজিলা আক্তার, ব্যারিস্টার সোহেল মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক নাছির উদ্দিন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রফিক তালুকদার ও সদস্য সচিব কামরুল হাসান মাসুম প্রমূখ।