পৌর কর সেবা সপ্তাহ ২০২৫ এর সমাপনী ছিল গতকাল মঙ্গলবার। নবীগঞ্জ পৌরসভার প্রশাসক মো. রুহুল আমীন এর সভাপতিত্ব গতকালও ৫০ হাজার টাকা বা তার চেয়ে বেশি যেসব করদাতা কর প্রদান করেছেন তাদের পৌরসভার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান, উপজেলা প্রকৌশলী সাব্বীর আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন, সহকারী প্রকৌশলী মো. সহিদুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা আয়েশা বেগম, কর আদায়কারী মোহাম্মদ ইকবাল আহমেদ, প্রধান সহকারী সরাজ মিয়া সহ পৌরসভার করদাতা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, পৌর কর সেবা সপ্তাহে ৭১০ জন করদাতা মোট ৪১ লাখ ৪৮ হাজার ৯৮৮ টাকা প্রদান করেছেন। সর্বোচ্চ করদাতা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও আরো প্রায় ২৫ জন করদাতাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
পৌর প্রশাসক কর সেবা সপ্তাহ সফল ও সার্থক হওয়ায় পৌর করদাতাদের ও এর সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com