
স্টাফ রিপোর্টার ।।শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পাঠাতে গিয়ে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
জানা যায়, সোমবার সন্ধ্যা প্রায় ৬টায় এজি কুরিয়ার সার্ভিস অফিসে একটি পার্সেল পাঠাতে আসে চুনারুঘাট উপজেলার দক্ষিণ ছয়শ্রী গ্রামের ওসমান গনির ছেলে আব্দুল্লাহ (২৫)। অফিসের কর্মীরা তার পার্সেল দেখে সন্দেহ হলে তা খুলে পরীক্ষা করেন। এ সময় ভেতরে গাঁজা পাওয়া গেলে তারা দ্রুত চুনারুঘাট থানায় খবর দেন। খবর পেয়ে টহলরত এএসআই ইলিয়াস তার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আব্দুল্লাহকে গ্রেফতার করেন। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com