
স্টাফ রিপোর্টার ।। ফ্রান্সের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী ও এলামনাইদের সমন্বয়ে বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম ফ্রান্স (বিএসএফ) এর ২০২৫-২৬ মেয়াদের জন্য ২৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে হবিগঞ্জের ছেলে আল ফারাবী চৌধুরী মুখপাত্র নির্বাচিত হয়েছেন।
প্রতিষ্ঠালগ্ন থেকে বিএসএফ ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, ইন্টার্নশিপ, ভিসা সংক্রান্ত নির্দেশনা এবং ফরাসি সমাজে একীভূত হওয়ার ব্যাপারে সহায়তা প্রদান করে আসছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় বিএসএফ প্যারিসে আইফেল টাওয়ারের নিকট বীর হাকিম ব্রিজ, রিপাবলিক চত্বর, বাস্তিল চত্বর এবং নেশন চত্বরে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে ব্যাপক মনোযোগ আকর্ষণ করে, যা লিবারেশন এবং ওয়েস্ট-ফ্রান্সসহ প্রধান ফরাসি গণমাধ্যমে প্রচারিত হয়েছিল।
আল ফারাবী চৌধুরী হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে ফ্রান্সের সরবোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি সাংবাদিক ফয়সল চৌধুরী ভাগিনা।