
স্টাফ রিপোর্টার ।। হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে পিতা-পুত্রসহ সাজাপ্রাপ্ত ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে সদর মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নির্দেশে পুলিশের একটি টিম উচাইল শংকরপাশা গ্রামে অভিযান চালিয়ে জামাল মিয়া (৪২) ও তার ছেলে কায়েস (২০) মিয়াকে গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে মারামারি মামলায় ৫ বছরের সাজা পরোয়ানা রয়েছে।
অপরদিকে শহরের উমেদনগরে অভিযান চালিয়ে মন্নান মিয়ার ছেলে রুবেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি। মঙ্গলবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com