
স্টাফ রিপোর্টার ।। বৈধ কাগজপত্র না থাকায় নবীগঞ্জ উপজেলার হাসপাতাল রোডে অবস্থিত মেডিকেল প্র ্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ নামের একটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠানটির কোনো বৈধ অনুমোদন না পাওয়ায় কর্ণধার মিজান মিয়াকে আটক করা হয়। তিনি ওসমানী রোড এলাকার বাসিন্দা ইছাব উদ্দিনের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালত মিজান মিয়াকে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অধ্যাদেশ ১৯৮২-এর ১৩ ধারা অনুযায়ী ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, বৈধ অনুমোদন ও নিবন্ধন ছাড়াই যারা স্বাস্থ্যসেবা দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।