চুনারুঘাট প্রতিনিধি ।। চুনারুঘাটে পারিবারিক কলহ ও অপমান সইতে না পেরে নুর উদ্দিন (২২) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। নিহত নুর উদ্দিন উপজেলার চুনারুঘাট সদর ইউনিয়নের জিকুয়া গ্রামের মৃত রহম আলীর ছেলে। কৃষিকাজের পাশাপাশি সে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। প্রায় ৮ মাস আগে উপজেলার মাধবপুর গ্রামের তাজুল ইসলামের মেয়ে তানিয়া আক্তারের (১৯) সাথে তার বিয়ে হয়। বর্তমানে তানিয়া ৭ মাসের অন্তঃসত্ত্বা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিয়ের আগে তানিয়ার সাথে নোয়াগাঁও গ্রামের আনছার আলী নামে জনৈক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পরও আনছার তানিয়াকে বিভিন্নভাবে বিরক্ত করতে থাকে। এ নিয়ে নুর উদ্দিন প্রতিবাদ করলে আনছার তাকে অপমানজনক কথাবার্তা বলেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন নুর উদ্দিন। বুধবার (২০ আগস্ট) দুপুরে বাড়ির উঠানে এসে সে বিষপান করে। এ সময় মায়ের পা জড়িয়ে ধরে নুর উদ্দিন বলে, “মা, আমাকে মাফ করে দাও, আমি বিষ খেয়েছি।’ পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তির পর তার অবস্থার অবণতি হলে বৃহস্পতিবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। সিলেট নেওয়ার পথে নবীগঞ্জের আউশকান্দি এলাকায় পৌছলে মৃত্যুর কোলে ঢলে পড়ে নুর উদ্দিন। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চুনারুঘাট থানার এসআই মৃদুল কুমার ভৌমিক বলেন, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।