
সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় হবিগঞ্জ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভা। জেলা আইনশৃংখলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা আক্তার ও পৃথিন্দ্র চাকমা’র নেতৃত্বে একটি যৌথ টিম শহরের চৌধুরী বাজারে অভিযান চালায়। অভিযানকালে চৌধুরী বাজারে রাস্তার পাশের অবৈধ স্থাপনা, দোকানপাট ও মালামাল উচ্ছেদ করা হয়। এ সময় নিজ দায়িত্বে অনেকেই অবৈধ স্থাপনা সড়িয়ে নেন। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী উচ্ছেদ চলাকালে মাইকে ঘোষনা দিয়ে বলেন, অবৈধ স্থাপনার কারনে শহরে যানজটসহ নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চৌধুরী বাজার ছাড়াও শহরের শায়েস্তানগর, তিনকোনা পুকুর পাড়, থানার মোড়সহ বিভিন্ন পয়েন্টে উচ্ছেদ অভিযান চালানো হয়। হবিগঞ্জ পৌরসভার এক্সকেভেটর, ট্রাক, ভলান্টিয়ার ও শ্রমিক এ অভিযানে অংশ নেয়। অভিযানে মোট ৩৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিজ্ঞপ্তি