ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এর নৌকা ভ্রমণ গত ১৫ আগস্ট অনুষ্ঠিত হয়। পর্যটনকেন্দ্র কালারডুবা থেকে হাওরে ঘুরে বেড়ানো ও প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে সবাই যেন হারিয়ে গিয়েছিল। গল্প, গান, নাচ ও আড্ডায় কখন যে সন্ধ্যা হয়ে গেলো কেউ টেরই পেলাম না। বিনোদনের জন্য এ উদ্যোগ এবং ফেলোশিপ উন্নয়নে এ আয়োজন চমৎকার ভাবে উপভোগ করেন ক্লাবের সদস্যবৃন্দ। প্রেসিডেন্ট রওশনআরা আক্তার ও সেক্রেটারি কুমকুম চৌধুরীর পরিচালনায় শুরু হয় আনন্দ ভ্রমণ। চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি’র উপস্থিতি আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দেয়। চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি’র দোয়ার মাধ্যমে শুরু হয় নৌ যাত্রা। নৌকার দু’পাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে হঠাৎ চোখে পড়ল ঘন সবুজ বিরাট মাঠ। নৌকা ভিড়িয়ে সবাই নেমে পড়ে মাঠে। শুরু হয় খেলাধুলা, ফটোসেশন, দৌড়, ওপেন টি বায়োস্কোপ নাইন টেন টেস্কোপ, সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা। প্রায় ঘণ্টাখানেক সুন্দর সময় কাটিয়ে ফেরার পথে হাসি, আনন্দ ও আপ্যায়নে মেতে উঠে সবাই। গোধূলি লগ্নে সবাই নীড়ে ফিরে আসে আনন্দের স্মৃতিটুকু নিয়ে। বিজ্ঞপ্তি