সুমন আহমেদ বিজয় ।। লাখাই থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে অপহরণ মামলার আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে। বুধবার দিবাগত ভোর রাতে শায়েস্তাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামের মৃত মোঃ তাজ উদ্দীনের ছেলে অপহরণ মামলার প্রধান আসামী সজল মিয়াকে (২৮) গ্রেফতার করা হয়। অপর এক অভিযানে এএসআই ফিরুজ আলম এর নেতৃত্বে পুলিশের একটি টিম মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা গ্রাম থেকে লাল মিয়ার ছেলে বকুল মিয়াকে গ্রেফতার করে।
লাখাই থানার ওসি মোঃ বন্দে আলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদের বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।