স্টাফ রিপোর্টার ।। মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে জব্দ করা হয়েছে ৫০ কেজি গাঁজা ও একটি সিএনজি অটোরিকশা। রবিবার (২৭ জুলাই) ভোররাতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খায়রুল বসর।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন ভোররাত সাড়ে ৩টার দিকে পুরাতন পুলিশ ফাঁড়ির সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালিয়ে ব্যাগভর্তি ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে অন্ধকারের সুযোগ নিয়ে মাদক পরিবহনে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। এ ঘটনায় সিএনজিটি জব্দ করা হয়েছে এবং পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।