
বাহুবলের কৃষক ও কৃষাণীরা রঙিন তরমুজ চাষে আগ্রহী
মো. মামুন চৌধুরী || বাহুবল উপজেলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রীষ্মকালীন মাচায় তরমুজ প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার হাফিজপুর গ্রামের কৃষক মোঃ তৌহিদ মিয়ার বাড়িতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আকতারুজ্জামান। বাহুবল উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় কর অপুর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল আউয়াল। এসময় উপস্থিত ছিলেন উপজেলার দ্বিমুড়া ও পশ্চিম জয়পুর ব্লকের কৃষক-কৃষাণীবৃন্দ।
সভায় জানানো হয়, হাফিজপুর গ্রামে রঙিন তরমুজ চাষ হয়েছে। এসব তরমুজের মধ্যে বাইরে হলুদ ভিতরে লাল, বাইরে সবুজ ভিতরে লাল ও বাইরে সবুজ ভিতরে হলুদ। সভায় তরমুজ আবাদ নিয়ে বিষদভাবে আলোচনা হয়। অতিথিদের আলোচনায় মুগ্ধ হয়ে উপস্থিত কৃষক ও কৃষাণীরা রঙিন তরমুজ চাষে আগ্রহী হন। তারা নিজ নিজ জমি আবাদ করে রঙিন তরমুজ চাষ করার প্রতিশ্রুতি দেন। মাঠ দিবস শেষে অতিথিরা রঙিন তরমুজ প্রদর্শনী পরিদর্শন করেন।