
স্টাফ রিপোর্টার || মাধবপুরে ধর্ষণের শিকার হয়ে মানসিক প্রতিবন্ধী কিশোরী এখন অন্তঃস্বত্ত্বা। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক আকাশ মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আকাশ মিয়া মাধবপুর উপজেলার হবিবপুর গ্রামের নুর মিয়ার ছেলে।
র্যাব জানায়, লম্পট যুবক আকাশ মিয়া (২৪) মাধবপুরে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ করে। ধর্ষণের ফলে মেয়েটি অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েছে। এ ব্যাপারে মেয়েটির পরিবারের পক্ষ থেকে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং-৪২, তারিখ-২৭/০৫/২৫ইং, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/০৩)এর ৯(১)। মামলার পর অভিযুক্ত ধর্ষক আকাশ হবিগঞ্জ জেলা থেকে পালিয়ে অবস্থান নেয় সুদূর পটুয়াখালী জেলায় যায়। গোপন সংবাদে র্যাব নিশ্চিত হয় তার অবস্থান। র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং র্যাব-৮, বরিশাল এর একটি যৌথ আভিযানিক দল ২৭ জুলাই দুপুরে পটুয়াখালী জেলার বাউফল থানাধীন বাংলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।