
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ দরবার শরীফে পবিত্র আশুরা পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৬ জুলাই) সকাল থেকে দিনব্যাপী ঐতিহাসিক মুড়ারবন্দ দরবার শরীফে কুতুব মঞ্জিলে পাক পাঞ্জাতন মোকামের খাদেম মরহুম সৈয়দ মানিক শাহ চিশতী এর নাতি খাদেম মরহুম সৈয়দ মামুন শাহ চিশতীর ছেলে খাদেম সৈয়দ সামি শাহ চিশতী নেতৃত্বে এবং মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি এর সভাপতিত্বে দলাই পাড়, বড় কোটা, উবাহাটা, দুর্গাপুর, কেউন্দা, ঘরগাঁও, গোগাউড়া, বালিয়াড়ি, রামশ্রী, নরপতি, চাট পাড়া, মুড়ারবন্দ সহ বিভিন্ন গ্রাম থেকে আগত কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান, দরবার শরীফের আশেকান ভক্ত মুরিদান লাল নিশান, কাগজ ও বাঁশের তৈরি রঙিন ঘোড়া ও উচু কাঠের তৈরি দালান নিয়ে তাজিয়া মিছিল সহকারে মুড়ারবন্দ কুতুব মঞ্জিলে পাক পাঞ্জাতন মোকাম প্রাঙ্গনে এসে জড়ো হয়ে ইসলামি জারীগান ও বুক চাপড়িয়ে মর্সিয়া মাতম করেন। তাছাড়া সারাদিন মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে মোতাওয়াল্লী বাড়ি, পাক পাঞ্জাতন মোকাম বাড়ি সহ দরবার শরীফের অন্যান্য খাদেম বাড়িতে কোরআন তেলাওয়াত, ধর্মীয় মর্সিয়া জারীগানের মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে ১০ মহরম পালন করা হয়। বিকেল সোয়া ৩ টায় পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তায় কুতুব পাঞ্জাতন মোকামের সহ-সভাপতি বকুল আহমেদ চিশতীর সার্বিক সহযোগিতায় পাক পাঞ্জাতন মোকামের খাদেম সৈয়দ সামি শাহ চিশতীর মাথার উপর মুকুট পড়িয়ে পাক পাঞ্জাতন মোকাম হতে বিশাল তাজিয়া মিছিল বের করা হয়। কাগজের তৈরি রঙিন ঘোড়া ও উচু কাঠের দালান নিয়ে পায়ে হেটে সবার মুখে মুখে উচ্চারিত হয় ‘হায় হাসান, হায় হুসাইন’। শেষে আশেকান ভক্তবৃন্দ, মুরিদান ও বিভিন্ন গ্রাম থেকে আসা মোতাওয়াল্লী বাড়ি, কুতুব মঞ্জিল মোকাম বাড়ি ও খাদেম এস এম সোহেল আহমেদ চিশতী ও খাদেম নজরুল আহমেদ চিশতীর বাড়িতে সন্ধ্যায় ইফতারের সময় জারীকৃতদের মাঝে ঠান্ডা শরবত ও তাবারুক বিতরণ করা হয়। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মুড়ারবন্দ দরবার শরীফ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ নিয়ামত আলী।