সুমন আহমেদ বিজয় ।। লাখাইয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ জনকে জরিমানা ও নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী শারমিন নেওয়াজ।
উপজেলা মৎস্য অফিস জানায়, মঙ্গলবার বিকালে নোয়াগাও হাওরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫০টি চায়না দোয়ারী জাল জব্দ করা হয়। পরে বুল্লা বাজারে সুতাং নদীর তীরে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অভিযান চলাকালীন সময়ে শালদিঘা গ্রামের মাজু মিয়াকে ২ হাজার এবং চানপুর গ্রামের লিটন চন্দ্র দাশকে ৫ শত টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক ড. মাকসুদুল হক ভুইঁয়া, জেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুর রহমান মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা কণিক চন্দ্র শর্মা। ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন পুলিশের উপপরিদর্শক নুরুল ইসলাম মোল্লাসহ একদল পুলিশ।