
নিজস্ব প্রতিনিধি ।। রোটাবর্ষ ২০২৫-২০২৬ উদযাপন উপলক্ষে হবিগঞ্জ শহরে ৩টি ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। ১লা জুলাই মঙ্গলবার রোটারী ক্লাব অব হবিগঞ্জ, রোটারী ক্লাব অব খোয়াই, রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল শহরের টাউন হলের সামনে থেকে র্যালীটি শহর প্রদক্ষিন করে, স্থানীয় ফুড ভিলেজ রেস্টুরেন্টে তিন ক্লাবের যৌথ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ও সেক্রেটারী কলার হ্যান্ডওভার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আইপিপি এ এস এম মহসিন চৌধুরী রোটারী ক্লাব অব হবিগঞ্জ এর সভাপতিত্বে ও আইপিপি আজিজুর রহমান রোটারী ক্লাব অব খোয়াই এবং আইপিপি মোঃ মনির হোসেন রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- রোটাঃ পিপি আমজাদ হোসেন, পিপি নোমান মিয়া, পিপি প্রদীপ দাশ, মনসুর আহমেদ এমদাদ, পিপি মোঃ শরীফ উল্লা, পিপি সৈয়দ আলী আফজাল, সৈয়দ নজরুল ইসলাম, পিপি ডাঃ এস এস আল আমিন সুমন, ডিস্ট্রিক্ট ৬৫ এর ট্রেইনার পিপি বাদল কুমার রায়, রোটারী ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট শেখ জামাল মিয়া, রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর প্রেসিডেন্ট হাবিবুর রহমান মুরাদ, রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল এর ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ, রোটারী ক্লাব অব হবিগঞ্জের সেক্রেটারী প্রশান্ত কুমার দাশ, রোটারী ক্লাব অব খোয়াই এর সেক্রেটারী আল নোমান তন্ময়, রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল এর সেক্রেটারী সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন তিন ক্লাবের রোটারীয়ানবৃন্দ, রোটারেক্টরস, ইন্টারেক্টরসবৃন্দ ও অতিথিবৃন্দ।
তিন ক্লাবের প্রাক্তন সভাপতি নতুন সভাপতিদের এবং প্রাক্তন সেক্রেটারী নতুন সেক্রেটারীদের একসাথে কলার পরিয়ে বরণ করেন। সভাপতি মহসিন চৌধুরী বলেন UNITE FOR GOOD কল্যাণের পথে মিলি একসাথে কেবল একটি শ্লোগান নয় বরং এটি একটি বৈশ্বিক মানবিক আহবান। নতুন রোটারী বর্ষে প্রত্যেক সদস্য কল্যাণে সর্বো”চ ভূমিকা রাখবেন এই প্রত্যাশা করছি। শেষে রিকশাচালকদের মধ্যে দেড় শতাধিক ছাতা বিতরণ করা হয়।