স্টাফ রিপোর্টার । বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়াউর রহমানের অবদান এদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি স্বীয় কীর্তিতে অমর ইতিহাসের মহানায়ক। শহীদ জিয়া আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের ¯’পতি।
তিনি শুক্রবার বাদ মাগরিব শায়েস্তানগর¯’ বিএনপির কার্যালয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন।
সভায় জি কে গউছ আরও বলেন- জিয়াউর রহমানের সততা, নিষ্ঠা ও দেশপ্রেম মানুষের হৃদয় স্পর্শ করেছিল। দেশে ঐক্যের রাজনীতি চালু করে সবাইকে এক কাতারে নিয়ে আসেন। প্রেসিডেন্ট জিয়া বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। অল্প সময়ের জন্য রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়ে জিয়া বিপুল জনপ্রিয়তা অর্জন এবং তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে দেশ-জাতিকে মুক্ত করেন। বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস জোগান।

জি কে গউছ বলেন- বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থকে নস্যাৎ করার চেষ্টা করে কেউ সফল হয়নি। এখনও যারা চেষ্টা করছেন, বাংলাদেশের জনগণ আপনাদের চক্রান্ত ষড়যন্ত্র সফল হতে দিবে না।
সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হকসহ নেত্রবৃন্দ।